পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের সময়সূচী টিকিট মূল্য এই নিবন্ধে আলোচনা করা হবে। আপনি যদি পঞ্চগড় থেকে রাজশাহী যাওয়ার কথা ভাবছেন, তাহলে আপনার জন্য উপযুক্ত ট্রেনটি হলো বাংলাবান্ধা এক্সপ্রেস। কারণ পঞ্চগড় হতে রাজশাহী চলাচলকারি একমাত্র আন্তঃনগর ট্রেন হল বাংলাবান্ধা এক্সপ্রেস। অথবা আপনি পঞ্চগড় হতে পার্বতীপুর এসে চিলাহাটি থেকে রাজশাহীগামী ট্রেনগুলো ধরতে হবে। এত সমস্যায় না গিয়ে আপনি সরাসরি বাংলাবান্ধা এক্সপ্রেসে করে পঞ্চগড় হতে রাজশাহী যাতায়াত করতে পারবেন।
বাংলাবান্ধা এক্সপ্রেস
বাংলাবান্ধা এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। এইচএমটি পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন হতে রাজশাহীর পর্যন্ত চলাচল করে। চেনটি যাত্রাপথে নাটোর নওগাঁ জয়পুরহাট দিনাজপুর ঠাকুরগাঁও জেলাকে সংযুক্ত করেছে। ২০২০ সালের ৫ ই অক্টোবর নিয়মিতভাবে এই রুটে চলাচল করে। পঞ্চগড় বাংলাবান্ধা স্থল বন্দরের নাম অনুসারে নামকরণ করা হয় বাংলাবন্ধা এক্সপ্রেস।
পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের সময়সূচী
পঞ্চগড় হতে রাজশাহী চলাচলকারি একমাত্র ট্রেন হল বাংলাবন্ধা এক্সপ্রেস। ট্রেনটি সপ্তাহের ছয়দিন চলাচল করে। ট্রেনটি রাজশাহী হতে পঞ্চগড় আসার সময় সপ্তাহের শুক্রবার বন্ধ থাকে। অপরদিকে পঞ্চগড় হতে রাজশাহী যাওয়ার সময় সপ্তাহের শনিবার বন্ধ থাকে।
- বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক স্টেশন হতে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় প্রতিদিন সকাল সাড়ে আটটায়।
- অপরদিকে রাজশাহীতে পৌঁছায় বিকাল ৫:৩০ এ।
- আবার রাজশাহী রেলস্টেশন থেকে রাত ৯ টা ১৫ মিনিটে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।
- এবং রাজশাহীতে পৌঁছায় ভোর ৫ টা ১০ মিনিটে।
পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের টিকিট মূল্য
পঞ্চগড় থেকে রাজশাহী ট্রেনের যাতায়াত করতে আপনাকে খুব বেশি মূল্য পরিশোধ করতে হবে না। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত টিকিট মূল্য অনুযায়ী পঞ্চগড় থেকে রাজশাহী যাতায়াত করতে একজন যাত্রীকে শুধুমাত্র ১৭০ টাকা হাতে শুরু করে ৩৩৫ টাকা পরিশোধ করতে হয়। এছাড়াও এই ট্রেনটিতে অন্যান্য সুযোগ সুবিধা থাকায় কোচের ধরন অনুযায়ী টিকিট মূল্য কিছুটা ব্যতিক্রম আছে।
- সুলভ শ্রেণি ১৭০,
- শোভন শ্রেণি ২৮০,
- শোভন চেয়ার ৩৩৫,
- ফার্স্ট ক্লাস ৪৪৫,
- ফার্স্ট ক্লাস বার্থ ৬৬৫,
- স্নিগ্ধা ৫৫৫ (ভ্যাট ব্যাতিত),
- এসি সিট ৬৬৫ (ভ্যাট ব্যাতিত),
- এসি বার্থ ৯৯৫ টাকা (ভ্যাট+ বেডিং চার্জ ব্যাতিত)।
পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের বিরতি স্টেশন
পঞ্চগড় থেকে রাজশাহী চলাচল করার সময় বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিভিন্ন জেলাকে সংযুক্ত করে। এই সব জেলার রেল স্টেশন গুলোতে কখন বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিরতি দেয় একটি তালিকা নিচে পূরণ করছি।
স্টেশন | কোড | প্রবেশ | ত্যাগ |
---|---|---|---|
বী.মু.সি.ই. | PCGH | – | ০৮:৩০ |
কিসমত | QST | ০৮:৪৭ | ০৮:৫৮ |
রুহিয়া | RUH | ০৯:০৭ | ০৯:১০ |
ঠাকুরগাও রোড | THRD | ০৯:২৬ | ০৯:২৯ |
শিবগঞ্জ | SIS | ০৯:৩৫ | ০৯:৩৭ |
পীরগঞ্জ | PIX | ০৯:৫২ | ০৯:৫৫ |
সেতাবগঞ্জ | STGJ | ১০:১২ | ১০:১৫ |
দিনাজপুর | DGP | ১০:৪৫ | ১০:৫০ |
চিরিরবন্দর | CN | ১১:০৮ | ১১:১১ |
পার্বতীপুর জংশন | PBT | ১১:৩০ | ১১:৫০ |
ফুলবাড়ী | PLB | ১২:০৮ | ১২:১১ |
বিরাপুর | BARP | ১২:২২ | ১২:২৫ |
পাঁচবিবি | PIB | ১২:৪৫ | ১২:৪৭ |
জয়পুরহাট | JY | ১২:৫৭ | ১৩:০৯ |
আক্কেলপুর | ACP | ১৩:২৩ | ১৩:৪০ |
সান্তাহার জংশন | STU | ১৪:১০ | ১৪:১৫ |
আহসানগঞ্জ | AHG | ১৪:৫৫ | ১৪:৫৭ |
মাধনগর | MGA | ১৫:০৫ | ১৫:০৭ |
নাটোর | NTE | ১৫:৩৩ | ১৫:৩৭ |
আব্দুলপুর জংশন | AUP | ১৫:৫৫ | ১৬:১৫ |
রাজশাহী | RJHI | ১৭:৩০ | – |